সংসদে নতুন ‘কনসেপ্ট’ নিয়ে আমরা: জাপা

সংসদে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে টিআইবির প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে বিরোধী বিরোধী দলের নতুন ‘ধারণা’ নিয়ে কাজ করছেন তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2014, 05:21 PM
Updated : 18 March 2014, 05:21 PM

মঙ্গলবার টিআইবির প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় দশম সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এক বিবৃতিতে একথা বলেন।

টিআইবির প্রতিবেদন ও বক্তব্য পক্ষপাতদুষ্ট বলেও দাবি করেন গোলাম মসীহ; যাতে বলা হয়েছে, বিএনপিবিহীন দশম সংসদে বিরোধী দল নেই।

বিবৃতিতে বলা হয়, “তত্ত্বাবধায়ক যেমন ছিল একটি নতুন কনসেপ্ট, তেমনি জাতীয় পার্টি সরকার ও বিরোধী দলে থাকবে, এটাও নতুন কনসেপ্ট। এই কনসেপ্ট অনেক দেশে আছে।

“আমরা সরকারের ভালো কাজকে সমর্থন দেব এবং অন্যায় কাজকে নিকট থেকে প্রতিবাদ জানাব।”

বর্তমান সরকারে জাতীয় পার্টির তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙা ও মুজিবুল হক চুন্নু।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।

টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গোলাম মসীহ্ বলেন, “এই রিপোর্ট দেখে মনে হয়, একটি পক্ষ দ্বারা প্রভাবিত। টিআইবির কাছে এটা প্রত্যাশা করা যায় না।”