হাসিনাকে পদত্যাগের আহ্বান বি চৌধুরী, রব, কাদের সিদ্দিকীর

চলমান সঙ্কট নিরসনে নির্বাচনের তফসিল স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব ও কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2013, 04:22 AM
Updated : 14 Dec 2013, 04:22 AM

শুক্রবার এক যৌথ বিবৃতিতে একই সঙ্গে বিরোধীদলীয় নেতাকে ‘সহিংস’ কর্মসূচি বাদ দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শও দিয়েছেন বিকল্পধারা, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান।

এই নেতারা চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেন, একদিকে সরকার ও প্রধানমন্ত্রীর ‘একগুয়েমি’ এবং বিরোধী দলহীন ‘একতরফা’ নির্বাচনের পথে এগিয়ে চলা, অন্যদিকে বিরোধীদলীয় নেতার আহ্বানে বিরামহীন অবরোধ এবং কোথাও কোথাও হরতালের কারণে রাজনীতি সহিংস হয়ে উঠেছে। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। অর্থনীতি ভেঙে পড়েছে।

“কেবল তাই নয়, বিশেষ মহলের উস্কানিতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অমানবিক আচরণে হত্যাসহ ঝরে গেছে অনেক নিরীহ প্রাণ। পুড়ে ছারখার হয়ে গেছে হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষের বিষয়-সম্পত্তি। আমরা এর কোনোটাই সমর্থন করি না,” বলা হয় বিবৃতিতে।