সহিংসতায় উদ্বেগ বান-কি মুনের

নির্বাচনের আগে রাজনৈতিক সঙ্কটের মুখে থাকা বাংলাদেশে সহিংস ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান-কি মুন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2013, 07:34 PM
Updated : 31 Oct 2013, 07:34 PM

বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র একথা জানিয়েছেন।

বান-কি মুন বাংলাদেশের সব পক্ষকে শান্ত থেকে আইন মেনে নিজের দৃষ্টিভঙ্গী প্রকাশের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি বাংলাদেশ। এর মধ্যে এই সপ্তাহে বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালে অন্তত ১৪ জন নিহত হন। 

দুই প্রধান দলকে সমঝোতায় আসতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এর আগেও আহ্বান জানানো হয়েছিল। কয়েক মাস আগে দুই নেত্রীকে টেলিফোন করে কথাও বলেছেন তিনি।

সঙ্কট থেকে উত্তরণের পথ খুঁজতে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকেও ঢিাকায় পাঠিয়েছিলেন তিনি। তারাককো দুই নেত্রীর সঙ্গে কথাও বলে গেছেন।

জাতিসংঘ মহাসচিবের ওই আহ্বানের পর চলমান ঘটনা প্রবাহে শেখ হাসিনা ও খালেদা জিয়া এক দফা টেলিফোনে কথা বলেছেন। তবে তাদের সেই সংলাপ এগিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেছেন, দুই নেত্রীর সংলাপের এই প্রক্রিয়া এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হবে।