‘অসৎ উদ্দেশ্যে দুই নেত্রীর কথোপকথন গণমাধ্যমে’

সংলাপের আগেই প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলি কথোপকথন গণমাধ্যমে আসায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2013, 06:09 AM
Updated : 29 Oct 2013, 12:26 PM

দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটি নীতিবহির্ভূত, শিষ্ঠাচার বিবর্জিত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ওই কথোপকথন গণমাধ্যমে সম্প্রচার ‘করিয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। 

বিরোধী দলের ৬০ ঘন্টার হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

তিনি বলেন, “একাত্তর টেলিভিশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোনের কথাবার্তা প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ নীতিবর্হিভূত ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মনে করি।

“এ থেকে বোঝা যায়, সরকার সংলাপের পরিবেশ সৃষ্টি হোক তা চায় না।”

গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে বহু প্রত্যাশিত ওই টেলিফোন আলাপ হয়, যার মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের পথ খুলবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা।  

প্রধানমন্ত্রী টেলিফোনে বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে ২৮ অক্টোবর সন্ধ্যায় গণভবনে বসার আমন্ত্রণ জানান।

তবে খালেদা জিয়া তাকে জানান, হরতাল প্রত্যাহার সম্ভব নয়, তিনি হরতালের পর ওই আমন্ত্রণ গ্রহণ করতে প্রস্তুত।   

৩৭ মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে বেশকিছু বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দুই নেত্রীর মধ্যে।

পুরো কথোপকথনের অডিও টেপ একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় ওঠে। 

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেস্বারে ফখরুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, “দুই নেত্রী তাদের সর্বোচ্চ অবস্থান থেকে কথা বলেছেন, এটা কনফিডেনশিয়াল। দেখা গেল প্রধানমন্ত্রী কথা বলার সময় গণভবনে ক্যামারা রেখে দলীয় নেতাদের উপস্থিতিতে পুরোটাই রেকর্ড করা হয়েছে।

“সংলাপ শুরুর আগেই ওই কথোপকথন আবার প্রচারও করা হলো। এটা সম্পূর্ণ নীতি ও শিষ্টাচার বিবর্জিত কর্মকাণ্ড বলে আমরা মনে করি।”

সরকার সংলাপে আন্তরিক নয় বলেই এভাবে ‘নাটক’ তৈরি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।