সাংসদদের সঙ্গে খালেদার বৈঠক

মুলতবির পর সংসদের ১৯তম অধিবেশন বসার আগের রাতে বিরোধীদলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2013, 03:32 PM
Updated : 22 Oct 2013, 04:48 PM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার রাতে কিছু সময় আলোচনার পর বৈঠকটি মুলতবি করেন বিরোধীদলীয় নেতা।

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, বুধবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।

টানা ১৩ দিন মুলতবির পর বুধবার বিকাল সাড়ে ৪টায় বসছে সংসদ অধিবেশন। গত ৯ অক্টোবর অধিবেশন মুলতবি করেন স্পিকার।

বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ১৯তম অধিবেশন শুরু হয়। ওই দিন কার্য উপদেষ্টা কমিটি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।

তবে বুধবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, ২৪ অক্টোবরের পরও অধিবেশন চলবে। তবে এতে সরকারি দলের ‘দুরভিসন্ধি’ রয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি নেতারা। 

বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক  জানান, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদের বিষয়ে আলোচনা করতে বিরোধীদলীয় নেতা এই সভা আহ্বান করেন।

ফাইল ছবি

বৈঠকে জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, মোশাররফ হোসেন, বরকতউল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আবুল খায়ের ভুঁইয়া, নজরুল ইসলাম মঞ্জু, হাসিনা আহমেদ ও রুমানা মাহমুদ, রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, নিলোফার চৌধুরী, রাশেদা বেগম হীরা, শাম্মী আখতার ছিলেন।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর এ এন শামসুল ইসলামসহ মোট ৩৭ জন সাংসদ উপস্থিত ছিলেন বৈঠকে।

সর্বশেষ গত বাজেট অধিবেশনের (১৮তম) প্রায় পুরোটা সময় বিএনপি থাকলেও চলতি অধিবেশনে তারা অংশ নেয়নি।