নির্বাচনে না এলে বিএনপিরই ক্ষতি: কামরুল

বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখন হুমকি-ধমকি দিলেও সময়মতো ঠিকই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2013, 12:35 PM
Updated : 27 Sept 2013, 12:35 PM

কারণ, নির্বাচনে অংশ না নিলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার রাজধানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, মানুষ আর ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের গোলক ধাঁধাঁয় পড়তে চায় না।

“বিএনপি যতই হুমকি-ধমকি দিক না কেন, তারা নিবার্চনে আসবে। আর নির্বাচনে না আসলে বিএনপিরই ক্ষতি হবে।”

বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, “সংবিধানের মধ্যে থেকে আলাপের পথ খুঁজতে পারেন। খোলা মন নিয়ে সংসদে এসে আলোচনা করতে পারেন।”

জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

সভায় যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী।

একাত্তরের ঘাতকদের সঙ্গে বিএনপির সখ্যতা থাকার কারণেই মওদুদ এ কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “সন্দেহের কোনো অবকাশ নাই। আইন অনুযায়ী ২১ থেকে ২৮ দিনের মধ্যে কাদের মোল্লার রায় কাযর্কর হবে।”

সব ঘাতকের বিচার শেষ করার জন্য আওয়ামী লীগকে আবার ভোট দেয়ার আহ্বান জানান তিনি।