সভামঞ্চে শেখ হাসিনা

জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা মঞ্চে পৌঁছেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2013, 11:07 AM
Updated : 30 August 2013, 11:37 AM

প্রধানমন্ত্রীর গাড়িবহর সভাস্থলে পৌঁছানোর পর বিকাল ৫টার দিকে আওয়ামী লীগ সভাপতি মঞ্চে উঠে বসেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে জনসভা শুরুর পর মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা একে একে বক্তব্য দিতে মঞ্চে আসেন।

শুক্রবার বেলা আড়াইটা থেকেই  মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সবাবেশস্থলে পৌঁছাতে শুরু করেন। তাদের হাতে এ সময় বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড দেখা যায়।

সভা শুরুর পরেও উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন।

আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত , শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।

নির্বাচন সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর জেলায় জেলায় কেন্দ্রীয় নেতাদের সফরের মধ্যে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার শুরুর কথা রয়েছে। তার আগে এই সমাবেশে দলীয় সভাপতি শেষ হাসিনা নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।