কারাগারে পাঠানো হলো সালাহউদ্দিনকে

রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2013, 07:44 AM
Updated : 17 May 2013, 07:44 AM

শুক্রবার মহানগর হাকিম সাবরিনা আলী এ আদেশ দেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক বাচ্চু মিয়া গত ১২ ফেব্রুয়ারি হরতালে ভাংচুর, গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সালাহউদ্দিনকে পাঁচ দিনের হেফাজতে চান।

তার জামিন চেয়ে আবেদন করেন সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে বিচারক উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাই কোর্ট থেকে চার মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার বিকালে কারাফটক থেকে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গত ৮ এপ্রিল রাতে গুলশানে সাবেক পররাষ্ট্র সচিব এম মোরশেদ খানের বাসা থেকে বেরোনোর পর গোয়েন্দা পুলিশ সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর চারটি মামলা দেয়া হয়।