গ্রেপ্তার বুলু ফের কারাগারে

দুই মাসের মধ্যে দ্বিতীয়বার কারাগারে গেলেন বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2013, 05:11 AM
Updated : 16 May 2013, 05:11 AM

এই সংসদ সদস্যকে বুধবার নয়া পল্টন থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির করে পুলিশ।

গত ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বোমাবাজি এবং কার্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় কয়েকটি মামলা করে পুলিশ।

তার একটি মামলায় বুলুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদন করে পুলিশ। অন্যদিকে জামিনের আবেদন করেন নোয়াখালীর এই সংসদ সদস্য।

দুই আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বুধবার সকাল সাড়ে ১১টায়  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর বেরিয়ে আসার সময় বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১১ মার্চ বিএনপি কার্যালয়ে অভিযানের সময় অর্ধশ নেতা-কর্মীর সঙ্গে বুলুও গ্রেপ্তার হয়েছিলেন। গত ২১ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান।