খালেদার আগমনে মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার আগমনের দিন মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2013, 09:37 AM
Updated : 15 March 2013, 09:49 AM

জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কালী মন্দির পরিদর্শন করতে শুক্রবার বিকালে লৌহজং যান খালেদা জিয়া।

‘সম্মিলিত সংখ্যালঘু সম্প্রদায়’-এর ব্যানারে শুক্রবার বিকালে মুখে কালো কাপড় এবং হাতে কালো পতাকাসহ বিক্ষোভ মিছিল নিয়ে ক্ষতিগ্রস্ত কালী মন্দির প্রদক্ষিণ করে এলাকাবাসী।

মিছিল থেকে খালেদা জিয়ার উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এসব শ্লোগানের মধ্যে ছিল ‘আম পাতা জোড়া জোড়া, ওই রাজাকার সইড়া দাঁড়া’, ‘আয় আয় চাঁদ মামা রশি নিয়া যা, কাদের মোল্লার গলায় তুই ফাঁসি দিয়া যা’, ‘দূর হয়ে যা দূর হয়ে পাকিস্থানে যা, তোকে দেখে জ্বলছে আগুন জ্বলছে আমার গা’।

এর পর শত শত মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানবন্ধন করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে ব্যাপক তাণ্ডব শুরু করে জামায়াত-শিবির। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরেও হামলা ও ভাংচুর চালায় তারা।

গত ৩ মার্চ রাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোয়ালীমান্দ্রার ওই কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করে আগুন দেয়া হয়। ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাসের করা মামলায় চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। স্থানীয় আদালত তাদের জামিন দিলেও উচ্চ আদালতের নির্দেশে পরে তাদের জামিন বাতিল করে রিমান্ডে পাঠানো হয়।