হেফাজতের হরতালে বিএনপির সমর্থন

চট্টগ্রামে হেফাজতে ইসলামের গণজাগরণবিরোধী হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2013, 07:43 AM
Updated : 12 March 2013, 07:43 AM

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে বুধবারের হরতালে সমর্থন প্রকাশ করেন।

তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের এ হরতালে ১৮ দলীয় জোটের মহানগর শাখার সমর্থন রয়েছে।

চট্টগ্রামে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশের কর্মসূচি রয়েছে। তবে গণজাগরণবিরোধী হেফাজতে ইসলাম এদিন চট্টগ্রামে হরতাল ডেকেছে।

তারা এর পাশাপাশি গণজাগরণ মঞ্চের সমাবেশস্থল জামালখানসহ তিনটি স্থানে পাল্টা সভা করার ঘোষণা দেয়ায় তিনটি স্থানেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।  

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ আন্দোলনের সূচনা ঘটে। পরে তা অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়লে চট্টগ্রামেও গঠিত হয় গণজাগরণ মঞ্চ।

তবে জামায়াতবিরোধী এই আন্দোলনে ‘অনৈসলামিক’ কর্মকাণ্ড হচ্ছে দাবি করে কয়েকটি ইসলামী দল শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি দেয়। চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম এর একটি।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, ইসলামসহ কোনো ধর্মের অনুভূতির ওপর কোনো ধরনের আঘাত হানার উদ্দেশ্য তাদের নেই। শুধু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি রয়েছে তাদের।

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত মানুষের ধর্মীয় অনুর্ভতিকে পুঁজি করে গণজাগরণ আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করছেন শাহবাগের তরুণরা।  

রাজপথে থাকার ঘোষণা হেফাজতের

গণজাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহত করতে কাফনের কাপড় ও কোরআন শরীফ হাতে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার বিকালে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতারা।

বুধবার সমাবেশ হলে চট্টগ্রামে রক্তের বন্যা বইয়ে দেয়ার হুমকি দিয়ে হেফাজতে ইসলামের ৩১৩ কর্মী শহীদ হওয়ার শপথও নেয় সমাবেশে।

সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রূহী গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করায় প্রশাসনকে ধন্যবাদ দেন।