‘শাহবাগ আন্দোলন বন্ধ না হলে বঙ্গভবন ঘেরাও’

গণজাগরণ মঞ্চের আন্দোলন ফেব্রুয়ারি মধ্যে শেষ করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2013, 10:10 AM
Updated : 25 Feb 2013, 10:10 AM

সোমবার বিকালে চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী বিদ্যালয় মাঠে এক সমাবেশে এ হুমকি দেয়া হয়।

সংগঠনের মহাসচিব জোনায়েদ বাবুনগরী বলেন, “শাহবাগে যে আন্দোলন চলছে, তা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সরকারকে বন্ধ করতে হবে। তা না হলে এদেশে আগুন জ্বলবে।

“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলন-কর্মসূচির মধ্যে জেহাদ ও বঙ্গভবন ঘেরাও করা হবে।”

শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার পাশাপাশি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি উঠেছে।

তবে শাহবাগের এই আন্দোলন ‘অনৈসলামিক’ দাবি করে গত শুক্রবার এর বিরুদ্ধে কর্মসূচি দেয় হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন।

শাহবাগের আন্দোলনকারীরা বলছেন, তাদের আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ চান তারা।

জামায়াত এই বিষয়টি নিয়ে ইসলামী অন্য দলগুলোকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেন গণজাগরণ মঞ্চের নেতারা।   

জোনায়েদ বাবুনগরী বলেন, “জামায়াতের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। বিভিন্ন পেশা ও শ্রেণীর ব্যক্তিগণ আমাদের সঙ্গে আছে।

“আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে যুদ্ধাপরাধের চেয়ে ধর্ম অবমাননার বিচার অনেক বেশি গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

তবে সমাবেশ থেকেই আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘যুদ্ধাপরাধী ও খুনি রাজাকার’ আখ্যা দিয়ে তার পদত্যাগও দাবি করা হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, “আমরা দেশের আইন হাতে তুলে নিতে চাই না। নাস্তিকদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হলে আইন হাতে তুলে নিতে বাধ্য হব।”

হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজত ইসলামের নায়েবে আমির আবদুল মালেক হালিম, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।