ব্লগে ধর্ম নিয়ে ‘অমর্যাদাকর’ মন্তব্যে নিন্দা বিএনপির

অনলাইন ব্লগ ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কতিপয় ব্লগার ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও  সাহাবীদের নিয়ে অমর্যাদাকর মন্তব্য করছে অভিযোগ করে তার নিন্দা জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2013, 12:22 PM
Updated : 19 Feb 2013, 12:22 PM

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে দলটি বলেছে, “কতিপয় ব্লগার আল্লাহ, রসুল ও ইসলাম ধর্ম সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছে, তা হীন উদ্দেশ্যপ্রণোদিত ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করে বিএনপি।”

“বাংলাদেশের মানুষ কখনোই আল্লাহ ও রসুলের অমর্যাদা ও অবমাননা মেনে নেয় না। আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস এদেশের মাটির গভীরে প্রোথিত। তাই কোনো ব্যক্তি বা গ্রুপ সেই বিশ্বাসকে হেয় করলে দেশের ধর্মীয় মূল্যবোধকেই চরম অসম্মান ও আঘাত করা হয়,” বলা হয় বিবৃতিতে।

এই বিষয়ে সরকারের সমালোচনা করে বিএনপি বলেছে, “সরকার সামান্য সমালোচনা, বিরোধী মত ও কোনো ধরনের মুক্ত চিন্তাকে বরদাস্ত করে না। সরকারের নির্দেশে বিটিআরসি ইউটিউবসহ অনেকগুলো ব্লগ ও পেইজ বন্ধ করে রেখেছে। অথচ ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অব্যাহত থাকছে।”

‘ধর্মবিরোধী’ প্রচারে সরকারের ‘প্রচ্ছন্ন মদদ’ রয়েছে বলে দাবি করেছে দলটি।