রাজধানীতে জামায়াতের মিছিল-সমাবেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2013, 11:58 PM
Updated : 4 Feb 2013, 08:18 AM

সোমবার সকালে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে তারা। এরপর বেলা ১১টার দিকে একটি মিছিল বের করে। দৈনিকবাংলা-ফকিরেরপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে গিয়ে শেষ হয় ওই মিছিল।

জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচিতে কোনো গোলযোগ হয়নি বলে জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কর্মসূচিতে বাঁধা দেয়া হয়নি। কোনো ভাংচুর বা সংঘর্ষের ঘটনাও ঘটেনি।

তবে মিছিল ও সমাবেশের কারণে মতিঝিল ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সকাল ১০টার দিকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সুরা সদস্য মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান বক্তব্য দেন।

সকাল ৯টা নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাত-শিবিরকর্মীরা মতিঝিলে আসে।

ওই সব মিছিল থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানানো হয়।

একই দাবিতে গত ৩১ জানুয়ারি সারা দেশে হরতাল করে জামায়াতে ইসলামী। হরতালে রাজধানীসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।