জামায়াতের হরতালে বিএনপির সমর্থন

জোট শরিক জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2013, 08:00 AM
Updated : 30 Jan 2013, 11:25 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সারাদেশে এই হরতাল ডেকেছে জামায়াত।

একই দাবিতে বুধবার বিকালে ঢাকায় সমাবেশের অনুমতি ‘না পেয়ে’ দুপুরে হরতালের ঘোষণা দেয় দলটি।

সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জোট শরিকদের কর্মসূচিতে নিজেদের সমর্থনের কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতে ইসলামী পূর্বঘোষণা অনুযায়ী বুধবার ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়নি।

“সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা জামায়াতের ডাকা হরতালকে সমর্থন জানাচ্ছি।”

হরতালের বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, “অবিলম্বে বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সাবেক আমির গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরোধী দলের আটক সব নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন বন্ধ, জনদুর্ভোগ লাঘবের দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।”

পরে অবশ্য ঢাকা ও চট্টগ্রামে হরতাল আধাবেলা করার কথা জানান রফিকুল ইসলাম।  

ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা এবং চট্টগ্রামে বিপিএল খেলার জন্য হরতালের সময় কমিয়েছে জামায়াত।

ফাইল ছবি

আটক নেতাদের মুক্তি দাবিতে গত ডিসেম্বরেও জামায়াত হরতাল ডাকলে তাতে সমর্থন জানায় বিএনপি।

ওই সমর্থনের বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায়।

রিজভী বলেন, “আমরা মনে করি, সভা-সমাবেশ করা জামায়াতের গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত অধিকার। এই অধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার অগণতান্ত্রিক আচরণ করেছে।”

জামায়াতের এই হরতালে বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটের শরিক জাগপা, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, ন্যাপ সমর্থন জানিয়েছে।

জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলগুলোর নেতারা এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর বর্তমান ও সাবেক আমিরসহ বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জামায়াতের পক্ষ থেকে বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

সে অনুযায়ী ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর দিকের সড়কে সমাবেশ করার জন্য মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করে দলটি।

“কিন্তু সরকার অনুমতি না দিয়ে যারা আবেদন করেছিল তাদের উল্টো গ্রেপ্তার করেছে,” বলেন রফিকুল ইসলাম।

তবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশের অনুমতি চেয়ে যার নামে জামায়াত আবেদন করেছিল, তাকে পুলিশ খুঁজে পায়নি।

“জামায়াতের আবেদনকারীকেই যেহেতু পাওয়া যায়নি, সেহেতু তাদের কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব হয়নি।”

একাত্তরে খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ জামায়াতের  শীর্ষ আট নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে।