সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি বামদের

ভোটে প্রভাব বিস্তার, কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাম দলগুলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 05:16 PM
Updated : 13 Sept 2017, 05:16 PM

বুধবার বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সিপিবি, বাসদ ও ছয় বামপন্থি দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এ দাবি জানান।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদে আসন বণ্টন হবে দলগুলোর সারাদেশে সর্বমোট প্রাপ্ত ভোটের হিসেবে। ফলে নির্দিষ্ট আসনে জয়ের জন্য প্রভাব বিস্তারের প্রবণতা বন্ধ হবে বলে বাম নেতারা মনে করেন।

তারা বলেন, এই পদ্ধতি চালু হলে সন্ত্রাস, পেশি শক্তি, টাকার খেলা, সাম্প্রদায়িকতা, দলীয়করণ ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ হবে।

সমাবেশের সভাপতি আব্দুস সাত্তার বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিভিত্তিক নয়, দলীয়ভিত্তিক তথা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে।”

সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) নেতা আ ক ম জহিরুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু বক্তব্য রাখেন।