আরও ৮ দলের সংলাপসূচি চূড়ান্ত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের অংশ হিসেবে আরও আটটি দলের সংলাপসূচি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 07:19 AM
Updated : 29 August 2017, 07:19 AM

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, কমিশনের অনুমোদন পেলে এই আটটি দলকে সংলাপের সময়সূচি জানিয়ে মঙ্গলবার চিঠি পাঠানো হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির মত বিনিময় শুরু হয়।

১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর ২৪ অগাস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন।

১৭ সেপ্টেম্বর

সকাল ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক অন্দোলন, বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি

১৮ সেপ্টেম্বর

সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকালে প্রগতিশীল গণতান্ত্রীক দল (পিডিপি)

২০ সেপ্টেম্বর

সকালে গণফ্রন্ট, বিকালে গণফোরাম

২১ সেপ্টেম্বর

সকালে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)

ইসি কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের মধ্যে ৪০টি দলের সঙ্গে সংলাপের কর্মপরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অন্যদের নিয়ে অক্টোবরের মধ্যেই সবার সঙ্গে আলোচনা করতে হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দলের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি।