ফখরুল-মওদুদ যেন প্রধান বিচারপতির মুখপাত্র: কাদের

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সংবাদ সম্মেলনকে ‘বিশেষ কৃপার দৃষ্টির আশায়’ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 07:07 PM
Updated : 22 August 2017, 07:07 PM

তিনি বলেন, “ফখরুল ও মওদুদ সাহেবদের বিরুদ্ধে আদালতে অসংখ্য মামলা থাকায় সেগুলো থেকে অব্যাহতি পাওয়ার আশায় তারা এই মিথ্যাচার করেছে।”

রায়ের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আসার পর বিএনপি অভিযোগ তোলে, বিচার বিভাগের উপর চাপ দিচ্ছে ক্ষমতাসীনরা।

ওই প্রসঙ্গ তুলে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর ফখরুল সাহেব, মওদুদ সাহেব যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারাই প্রধান বিচারপতির মুখপাত্র।”

উচ্চ আদালতের রায় নিয়ে বিএনপি ‘অশুভ খেলা’ শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, “আপনাদের (ফখরুল, মওদুদ) বলতে চাই- বাংলাদেশ বাংলাদেশই থাকবে, আপনাদের স্বপ্নের পাকিস্তান হবে না।”

২১ অগাস্ট মামলার রায় যতই এগিয়ে আসছে বিএনপির ‘গাত্রদাহ ততই বাড়ছে’ মন্তব্য করে কাদের বলেন, “আজকের সংবাদ সম্মেলনে তারা যে মিথ্যাচার করেছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাতে মানুষ বিভ্রান্ত হবে না বলে আমাদের বিশ্বাস।”

মওদুদ আহমেদ বাড়ির মামলায় হেরে গিয়ে ‘আদাজল খেয়ে’ নেমেছেন অভিযোগ করে কাদের বলেন, আদালত প্রাঙ্গণে তারা (বিএনপি) যা করেছে, তা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, “মির্জা ফখরুল সাহেব, মওদুদ সাহেব রায় পক্ষে না যাওয়ায় আপনারা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিলেন, এই অপমান আমরা করিনি, করব না।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম কাদেরের সঙ্গে ছিলেন।