‘ভোটের দুই মাস আগে বড় পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগেই ইউরোপীয় ইউনিয়ন বড় আকারের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোনের বরাত দিয়ে জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 04:46 PM
Updated : 17 August 2017, 04:46 PM

বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতাদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন মায়াদোন।

ওই বৈঠকের পর দলটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিদায়ী সাক্ষাতে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন। তিনি আগামী সাপ্তাহে চলে যাবেন।

“সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়নের কর্মপরিকল্পনার কথা রাষ্ট্রদূত বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছেন।”

বৈঠকে অংশ নেওয়া দলের একাধিক নেতা জানান, একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে টেকসই নির্বাচনী ব্যবস্থা, আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকার পরিস্থিতি, কার্যকর সংসদ, কারখানার শ্রম পরিবেশ উন্নতকরণের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির ইতিবাচক অবস্থান নেতারা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। সভা-সমাবেশে বাধা, দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে পুলিশি ‘হামলা’, গ্রেপ্তার ও ‘মিথ্যা’ মামলা দায়েরসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যও আলোচনায় উঠেছে।

বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টার এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।