বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান এরশাদের

উত্তরাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সাহায্যে দলীয় নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:25 PM
Updated : 16 August 2017, 07:25 PM

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমি লক্ষ্য করছি গত ৩-৪ দিন উত্তরাঞ্চলে লক্ষ লক্ষ মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে  অর্ধাহারে-অনাহারে জীবন-যাপন করছে। সরকার তাদের মাঝে ত্রাণ তৎপরতার কথা বললেও বাস্তবে বেশিরভাগ মানুষই সরকারি ত্রাণ পাচ্ছে না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

“দুর্গত অঞ্চলে মানুষদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে সরকারকে ত্রাণ সামগ্রী পাঠানোর আহ্বান জানাই। পাশাপাশি জাতীয় পার্টির সকল নেতা কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষদেরও এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর  আহ্বান জানাচ্ছি।”

মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এরশাদের এলাকা উত্তরাঞ্চলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক প্লাবনে পানিতে ভেসেসহ নানাভাবে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক।