দোকান বরাদ্দে অনিয়ম: খোকাসহ সাতজনের বিচার শুরু

ঢাকা সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণি বিতান ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দে অনিয়ম ও দুনীর্তির মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 11:10 AM
Updated : 13 August 2017, 01:44 PM

রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ মামলায় অভিযোগ গঠন করে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।

মামলার অন্য আসামিরা হলেন - ঢাকা সিটি করপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।

আদালতের পেশকার মোকারম হোসেন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, সাদেক হোসেন খোকা এবং সাহাবদ্দিন সাবু পলাতক রয়েছেন।

জামিনে থাকা আসামি মোতালেব এবং ফারুক রোববার আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করেন বিচারক।

এদিন আদালতে হাজির ছিলেন দুইজন আসামি। তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ অগাস্ট এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘ব্যক্তিগত স্বার্থে’ নিয়ম-বহির্ভূতভাবে সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণি বিতান ঢাকা ট্রেড সেন্টারের সামনের খোলা জায়গা মাসে ১৫ টাকা প্রতি স্কয়ার ফুট হারে বরাদ্দ দিয়েছেন।

২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুল সালাম।

সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন।

কয়েকটি মামলা মাথায় নিয়ে ২০১৪ সাল থেকে নিউ ইয়র্কে রয়েছেন সাদেক হোসেন খোকা। সেখানে তার ক্যান্সারের চিকিৎসা চলছে বলে বিএনপি নেতাদের ভাষ্য।

২০১৫ সালের ২০ অক্টোবর খোকার অনুপস্থিতিতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত।