৫৭ ধারায় মামলার জন্য আ. লীগ কর্মীদের কেন্দ্রের অনুমতি লাগবে

কারও বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের দলের কেন্দ্রীয় দপ্তরের অনুমতি নিতে হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 04:37 PM
Updated : 9 August 2017, 06:24 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সারাদেশে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ৫৭ ধারার মামলা দায়েরের বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী কারও বিরুদ্ধে বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করতে হলে অবশ্যই কেন্দ্রের অনুমতি লাগবে।

“অনুমতি ছাড়া মামলা করতে পারবে না।”

ফেইসবুক স্ট্যাটাস ও সংবাদ প্রতিবেদনের জন্য কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের প্রেক্ষাপটে তা বাতিলের দাবি জানিয়ে আসছে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

বিতর্কিত এই আইনে মামলা নিয়ে হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে গত ২ অগাস্ট এক নির্দেশনায় থানাগুলোকে ৫৭ ধারায় মামলা গ্রহণের আগে পুলিশ সদরদপ্তরের পরামর্শ নিতে বলা হয়।