অপু উকিলের বিরুদ্ধে মানহানির অভিযোগ ছাত্রদল নেতার

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ এনে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন পেশায় আইনজীবী এক ছাত্রদল নেতা।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2017, 07:26 AM
Updated : 8 August 2017, 08:01 AM

মামলার আবেদনকারী আইনজীবী মো. জিল্লুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার অভিযোগ শোনার পর ঢাকার মহানগর হাকিম কে এম মাইনুদ্দিন আহমেদ সিদ্দিকী বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন বলে জানিয়েছেন অভিযোগকারী জিল্লুর রহমান।

তার আর্জিতে বলা হয়েছে, গত ২ অগাস্ট চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অপু উকিল যে বক্তব্য দিয়েছেন, তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে।

“ওই অনুষ্ঠানে অপু উকিল বলেছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমি পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবি তুলেছে। আর তা হল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইতোমধ্যে লন্ডনের তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী মাইনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতারা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারও অনেকে ছিল।সেই বৈঠকের মূল বিষয় ছিল, জননেত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে।’

অপু উকিলের এসব কথা ‘আমাদের সময়’সহ অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে আদালতকে জানান জিল্লুর।

আর্জিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘পরোপকারী, নির্লোভ, নিরহংকারী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ’ হিসেবে বর্ণনা করে বলা হয়, “তিনি দেশনেত্রী। এই ধরনের কথায় বাদীর নেত্রীর মানহানি হয়েছে এবং দেশে-বিদেশে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”