বিএনপির ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা

দুই বছর আগের এক নাশকতার মামলায় জয়নুল আবদিন ফারুক, মাহবুবউদ্দিন খোকনসহ বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিয়ে করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 12:29 PM
Updated : 26 July 2017, 12:29 PM

মামলাটিতে ৫৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র বুধবার আমলে নিয়ে ৩৯ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির এই আদেশ দেন ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এবং সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধেও পরোয়ানা জারির আদেশ হয়েছে।

এই ৩৯ জন বাদে মামলাটির বাকি আসামিরা কারাগারে এবং জামিনে রয়েছেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগর স্কাউট ভবনের সামনে হাতবোমা ছুড়ে গাড়িতে আগুন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এই মামলাটি করে।

পল্টন থানার এএসআই জিয়াউল হকের করা এই মামলায় গত ২৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন এসআই দেবীকান্ত বর্মণ।