পরীক্ষাকেন্দ্রিক এই ‘ভুয়া’ শিক্ষা ব্যবস্থা চাই না: কাদের

দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘পরীক্ষা কেন্দ্রিক ও ভুয়া’ আখ্যায়িত করে শিক্ষার্থীদের এই শিক্ষার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 08:03 PM
Updated : 25 July 2017, 08:03 PM

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের এইচএসসির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “আমি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা চাই না। লেখাপড়া নেই, পরীক্ষা এলে চাতকের মতো চেয়ে থাকা, কখন প্রশ্ন পাব। পরীক্ষাকেন্দ্রিক এই ভুয়া শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই।”

নিজের ছাত্র জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি রেজাল্ট ভালো করেছি, আবার রাজনীতিও করেছি, বই পড়েছি, লেখালেখি করেছি.... এখনও ফেইসবুক করি, এখনও টুইটার করি।”

শুধু বই পড়ে নয়, মেধাবী হতে হলে ‘সর্বশেষ তথ্য’ জেনে নেওয়ার উপদেশ দেন তিনি।

“তুমি লেটেস্ট ইনফরমেশন না জানলে কখনও মেধাবী হতে পারবে না, মেধাবী শুধু বই পড়ে হওয়া যায় না।”

বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের কর্ণধার লায়ন কে এ এমকে বাশার উপস্থিত ছিলেন।