এরশাদের সংবর্ধনায় যানজটের ভোগান্তি

ব্যক্তিগত সফর শেষে ভারত থেকে ফেরা এইচ এম এরশাদের জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের ভিড়ে যানজটে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 03:01 PM
Updated : 23 July 2017, 03:01 PM

পাঁচ দিনের সফর শেষে রোববার বিকাল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তাকে সংবর্ধনা দিতে আগে থেকে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে ছিল তার দলের নেতা-কর্মীরা।

জাতীয় পার্টির প্রায় ১৫ হাজার নেতা-কর্মী বিমানবন্দর সড়কে জড়ো হয়েছিলেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রহিমা আক্তার লাকী।

এরশাদের সমর্থকদের এলোমেলো অবস্থানের কারণে বেলা ৪টা থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল আটকে যায়।

মাহমুদ নামে একজন ভুক্তভোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনানী থেকে উত্তরা জসিম উদ্দীন মোড় পর্যন্ত যেতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।”

পুলিশ কর্মকর্তা লাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মীরা বিমানবন্দরের রাস্তার উভয়পাশে ছিল। তাই তাদের ভিড় এড়িয়ে যান চলাচলের গাড়ি ধীর ছিল।”

নেতাদের নিয়ে ট্রাকে চড়ে এরশাদ চলে যাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।

তবে সন্ধ্যা ৬টার পরও ওই সড়কে গাড়ির গতিছিল বেশ ধীর।

দলীয় নেতার সংবর্ধনার কারণে জনভোগান্তির বিষয়ে কথা বলতে চাইলেও জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।