মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পরে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে মহিলা আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 06:05 PM
Updated : 22 July 2017, 06:05 PM

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক এ কমিটি ঘোষণা করেন।

২১ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক, ২৩জন সম্পাদক ও ৮৯জন সদস্যের তালিকা প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক।

এবিষয়ে সাফিয়া বলেন, “দীর্ঘদিন পরে হলেও খুবই সুন্দর কমিটি হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কর্মঠ ও দলের জন্য নিবেদিতদের কমিটিতে রাখা হয়েছে।

“নতুন কমিটির নেতাদের নিয়ে আমি সারা দেশে কর্মী সভা করব। নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে যে ব্যাপক কাজ করছেন তা তুলে ধরে নারী ভোটারদের উদ্বুদ্ধ করব।”

প্রায় ১৪ বছর পর গত মার্চের সম্মেলনে সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম ক্রিক সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

একই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করেন। ঢাকা উত্তর মহিলা লীগের সভাপতি হন শাহিদা তারেখ দিপ্তি, সাধারণ সম্পাদক শবনম শীলা এবং দক্ষিণে সভাপতি সাবেরা বেগম ও নার্গিস রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী দু-একদিনের মধ্যেই নগরের নেত্রীদের নিয়ে বসব। আশা করছি, খুশ শিগগিরই নগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারব।”