ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে খালেদার অভিনন্দন

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 05:45 PM
Updated : 20 July 2017, 05:45 PM

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বলেন, “বিশিষ্ট আইনজীবী ও বিহারের গভর্নর রামনাথ কোবিন্দ বিপুল ভোটে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায়আমি নিজে এবং বাংলাদেশের জনগণ ও বিএনপির পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

“আমি আশা করছি, নতুন রাষ্ট্রপতির গতিশীল নেতৃত্বে আঞ্চলিক রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।”

ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে ভারতের নতুন রাষ্ট্রপতি যথাসাধ্য উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন খালেদা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের মীরা কুমারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থী রামনাথ কোবিন্দ। আগামী ২৫ জুলাই শপথ নেবেন তিনি।