আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক হলেন শাম্মী আহমেদ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হলেন শাম্মী আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 02:29 PM
Updated : 13 July 2017, 02:29 PM

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ তারিখে অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই মনোনয়ন দিয়েছেন।”

শাম্মী আহমেদ বঙ্গবন্ধুর সময়কার রাজনীতিক মহিউদ্দিন আহমদের মেয়ে। মহিউদ্দিন বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

অনেক দিন প্রবাসে থাকা শাম্মী আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিক অঞ্চলে দায়িত্ব পালন করেছিলেন।

গত বছর কাউন্সিলের পর শাম্মীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছিল। এখন তার পদোন্নতি হল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার দলের সম্পাদকমণ্ডলীর এক সভার পর শাম্মীর পদোন্নতির খবর জানিয়ে সাংবাদিকদের বলেন, ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর  তিন সদস্য  ও অন্য দুটি  সদস্য পদ ফাঁকা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নাট্যজন আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত করার কথাও জানানো হয়।

এই উপ-কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার দিকে খবরটি পেলাম।  আমি ঠিক জানি না আমার ঠিক কী কী অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। তবে এই দায়িত্বটি পেয়ে খুশি হয়েছি ভীষণ।”

নাট্যাঙ্গন থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু ও তার এই দলের প্রতি দুর্বলতা রয়েছে। সাতোই মার্চের ভাষণ শুনে বড় হয়েছি। এখন এই দলের সঙ্গে যুক্ত হলাম, দেশের মঙ্গলে শুরু হবে এক নতুন প্রয়াস।”

তবে রাজনৈতিক দায়িত্বটির কারণে সংস্কৃতিবিষয়ক কার্যক্রমে ভাটা পড়বে না বলে জানান নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম এই প্রতিষ্ঠাতা।