লিবারেল পার্টির সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন ফখরুল

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় কনভেনশনে যোগ দিতে সিডনি গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 09:14 PM
Updated : 20 June 2017, 09:19 PM

মঙ্গলবার রাত ১২টা ৫৫ মিনিটে স্ত্রী রাহাত আরাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

আগামী ২৩ জুন দেশটির বৃহত্তর নগরী সিডনিতে লিবারেল পার্টির এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

রওনা হওয়ার আগে মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির আমন্ত্রণে তাদের কনভেনশনে যোগ দিতে সিডনি যাচ্ছি।”

অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল লিবারেল পার্টির প্রতিষ্ঠা ১৯৪৫ সালে।

লিবারেল পার্টির সম্মেলন শেষে দেশটির রাজধানী ক্যানবেরায় যাবেন ফখরুল। সেখানে তার বড় মেয়ে মির্জা সামারুহ থাকেন। ওখানেই ঈদ পালন করবেন তিনি।

স্বপরিবারে ক্যানবেরায় বসবাস করা সামারুহ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত।

আগামী ৩০ জুন বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।