চালের দাম নিয়ে সংসদে বিবৃতি দাবি জাপার

চালের দামের ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে সংসদে সরকারের বিবৃতি দাবি করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 10:17 AM
Updated : 18 June 2017, 10:17 AM

রোববার সংসদে দলটির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের এই দাবি তোলার পাশাপাশি চালের বাজার সহনীয় করতে সরকারের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সংসদে বাজেটের উপর আলোচজনায় হাওলাদার বলেন, “রমজানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে? পার্লামেন্টে এটা বলুন। মানুষ জানুক কী কী পদক্ষেপ নি​য়েছেন।”

চালের দাম বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা চলছে কয়েক মাস ধরে। সরকারি হিসাবে গত এক মাসে সাধারণ মানের মোটা চালের দাম বেড়েছে আট শতাংশের বেশি; আর এক বছরে বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

বিবৃতিতে রওশন বলেন, চালের দাম বাড়ছে বেপরোয়াভাবে। মূল্যবৃদ্ধির প্রভাবে বিব্রত অবস্থায় পড়েছে দেশের গরিব মানুষ। অসাধু ব্যবসায়ীদের তৎপরতায় ম্লান হয়ে যাচ্ছে সরকারের সব অর্জন।

চালের দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন।

“চলতি বছর হাওর এলাকার বোরো ফসল মার খাওয়ায় খাদ্য ঘাটতির মুখে পড়েছে বাংলাদেশ। এ সুযোগে অসাধু সিন্ডিকেট চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।”

অসৎ ব্যবসায়ীদের সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বিরোধীদলীয় নেতা।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি ও বান্দরবানের সড়ক, ব্রিজ, কালভার্ট ইত্যাদির দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানান তিনি। স্বজন হারানো মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করতেও বলেন তিনি।