পাহাড়িদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে লংগদুতে বিএনপি

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সহমর্মিতায় রাঙামাটি পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2017, 05:11 AM
Updated : 9 June 2017, 05:11 AM

শুক্রবার সকালে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি লংগদুতে পৌঁছে।

নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা সরেজমিনে দেখতে আমরা এখানে এসেছি। আমরা ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলব এবং দলের পক্ষ থেকে তাদের সহযোগিতা করব।”

ঘটনাস্থল পরিদর্শনের পর বিকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে তিনি জানান।

লংগদু সদর ইউনিয়ন যুবলীগের এক নেতার লাশ উদ্ধারের পর আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে গত ২ জুন উপজেলা সদরের তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, মানিকজুড়, বড়দম এলাকার পাহাড়িদের দুই শতাধিক ঘরবাড়ি-দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আগের দিন ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর ওই বিক্ষোভ-মিছিল বের হয়।

ঘটনার এক সপ্তাহ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধিদলটি রাঙামাটি গেলেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা মনিষ দেওয়ান, দীপেন দেওয়ান ও এএম নাজিমউদ্দিন রয়েছেন।