রোজার পর নতুন কর্মসূচি এরশাদের জোটের

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোজার পর নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 11:19 AM
Updated : 24 May 2017, 11:19 AM

রোজার পর প্রথমে ছোট এবং পরে বড় ধরনের জনসভা করার পরিকল্পনা রয়েছে জোটের।

বুধবার রাজধানীর বনানীতে জোটের শরীক দলগুলোর যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

নতুন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার বিষয়টি সভার মূল আলোচনা ছিল বলে জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সভায় উপস্থিত থাকলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

রুহুল আমিন বলেন, “এটা ছিল সম্মিলিত জাতীয় জোটের প্রথম মতবিনিময় সভা। সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজানের পর দেশের জন্য ও দেশের জনগণের জন্য নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি হাতে নেওয়া হবে।”

তবে রোজার সময়ও জোট নিষ্ক্রিয় থাকবে না বলে জানান তিনি।

“রোজার মাসে মূলত জনসংযোগ এবং ইফতার পার্টিভিত্তিক রাজনৈতিক তৎপরতা চলবে। রমজানের পর থেকে ছোট ছোট জনসভা এবং এর পরে বড় জনসভার লক্ষ্য রয়েছে আমাদের।”

গত ৭ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ‘ইসলামী মূল্যবোধের’ এই জোটের আত্মপ্রকাশ হয়।

দুটি নিবন্ধিত রাজনৈতিক দলসহ এই জোটে মোট দলের সংখ্যা ৫৮টি।

জোটটিতে আরও কয়েকটি দল অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন এর মুখপাত্র রুহুল আমিন।

“আমাদের জোট আরও বড় করার পরিকল্পনা রয়েছে। অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া।”

অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার ও সুনীল শুভ রায়, জাতীয় ইসলামিক মহাজোটের সমন্বয়ক আবু নাসের ওয়াহেদ ফারুখ, বিএনএ জোটের সমন্বয়ক সেকেন্দার আলী মনি এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব এমএ মতিনসহ জোটের কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।