দুদকের মামলায় নাছিমের জামিন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 12:39 PM
Updated : 22 May 2017, 12:39 PM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত থেকে জামিন নেন ক্ষমতাসীন দলের এই নেতা।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৯ জুলাই দুদক সম্পদের বিবরণী জমা দিতে নাছিমকে নোটিস দিয়েছিল। তার পক্ষে তার মা নূরজাহান বেগম সম্পদের বিবরণী জমা দিয়েছিলেন।

এরপর ওই বছরের ২১ নভেম্বর রমনা থানায় দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ মামলা করেন নাছিমের বিরুদ্ধে। তাতে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

পরের বছরের ৮ অক্টোবর নাছিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

মামলাটি তদন্তাধীন অবস্থায় এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাই কোর্টে রিট আবেদন করেন নাছিম। ২০১১ সালের ১৩ এপ্রিল হাই কোর্ট মামলাটি বাতিল করে দেয়।

ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালের ৪ মার্চ আপিল  করে দুদক। ২০১৬ সালের ৭ মার্চ আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে দিলে মামলাটি পুনরুজ্জীবিত হয়।