খোন্দকার দেলোয়ারের স্ত্রীর মৃত্যু

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 08:29 PM
Updated : 20 May 2017, 08:29 PM

শনিবার রাতে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু জানিয়েছেন।

সাহেরা হোসেনের বয়স হয়েছিল ৭৫ বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত সাহেরা হোসেনের অবস্থা সংকাপন্ন হলে গত ২ মে থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সাহেরা হোসেনের মৃত্যুর সময় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আখতার হোসেন জগলু, খোন্দকার আখতার হামিদ ডাবলু, খোন্দকার আবদুল হামিদ পবন ও মেয়ে দেলোয়ারা হোসেন পান্না, লুনা খন্দকারসহ আত্মীয়-স্বজনরা পাশে ছিলেন।

২০১১ সালের ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেন (৭৮) মারা যান।

পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ জোহর পুরান ঢাকার আর্মানিটোলা খেলার মাঠ মসজিদে এবং বাদ আসর মানিকগঞ্জের ঘিউরে গ্রামের বাড়ি পাচুরিয়া মাঠে সাহেরার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হবে।