জাতীয় কৃষক জোটের সম্মেলন ৩০ ডিসেম্বর

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় সম্মেলন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 03:06 PM
Updated : 13 May 2017, 03:06 PM

শনিবার বেলা ১১টায় কর্নেল তাহের মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জাতীয় কৃষক জোটের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার নাইনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার জন্য সহ-সভাপতি আব্দুস সাত্তার সারোয়ার কামাল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি এবং সদস্য সালেহীন শুভ হেমায়েত উল্লাহ হীরোকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সকল দায়দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জোট।

সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ায় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে সভা থেকে আগামী সম্মেলন পর্যন্ত সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক--এলাহীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত বছর কাউন্সিলে সাধারণ সম্পাদক পদের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে দুই ভাগ জাসদ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সভাপতি হিসেবে মেনে নিলেও দলের সাধারণ সম্পাদক হিসেবে শিরীন আখতারকে মেনে না নিয়ে নুরুল ইসলাম আম্বিয়া, নাজমুল হক প্রধান ও মাইনউদ্দিন খান বাদলরা বের হয়ে গিয়ে জাসদের আলাদা কমিটি গঠন করেন।