খালেদার ‘ভিশন ২০৩০’ ধাপ্পাবাজি: কামরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ কে ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 12:28 PM
Updated : 10 May 2017, 01:15 PM

বুধবার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার ওই রূপকল্প প্রকাশের আগেই এক আলোচনা অনুষ্ঠানে তা নিয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের এই নেতা।

আওয়ামী লীগ যেমন ‘ভিশন ২০২১’ ঘোষণা করে, সেই আদলেই সংবাদ সম্মেলন করে নিজেদের পরিকল্পনা ঘোষণা করেন খালেদা জিয়া, যাতে ক্ষমতায় গেলে তারা কী কী করবেন তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠানে কামরুল বলেন, “বিএনপি যে রাজনীতি করছে সেটা স্টান্টবাজি। তিনি (খালেদা) যে রূপকল্প ঘোষণা করবেন, সেটা এক ধরনের ধাপ্পাবাজি।

“এই স্টান্টবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনো দিনও তা পূরণ হবে না।”

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে মন্ত্রী কামরুল বলেন, “আগামী নির্বাচন যথাসময়ে হবে। সেই নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে, সেই নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণে আপত্তি জানিয়ে আসছে। একারণে দশম সংসদ নির্বাচনও বর্জন করেছিল তারা।