‘কাউয়া-মুরগি’ যারা বলে, ‘মালিক’ তারাই: ওমর ফারুক

আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশকে ‘কাউয়া-মুরগি-হাইব্রিড’ আখ্যা যারা দিচ্ছেন, তাদেরই এদের পৃষ্ঠপোষক বলেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 06:54 PM
Updated : 27 April 2017, 10:03 AM

আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির শীর্ষনেতা বলেছেন, ‘ওয়ান-ইলেভেনের’ সময় যারা শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বাদ দিতে চেয়েছিলেন, তারাই এখন সরকারের বড় পদগুলো দখলে নিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত কিছুদিন ধরে দলে ‘অনুপ্রবেশকারীদের’ কাউয়া, মুরগি, হাইব্রিড- এসব শব্দে বর্ণনা করে আসছিলেন।

তবে সমালোচনার মুখে পরে তিনি ওই ধরনের কথা আর না বলার প্রতিশ্রুতি দেন।

বুধবার রাজধানীর ধানমণ্ডিতে যুবলীগের গবেষণা সেলের কার্যালয়ে ওমর ফারুক ওই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেন, “হাইব্রিডদের কথা যদি বলি- কারা তৃণমূল যুবলীগ, তৃণমূল আওয়ামী লীগ, নৌকা লীগ, তৃণমূল প্রচার লীগ, আওয়ামী ফোরাম, নৌকা সমর্থক গোষ্ঠী- এই সব সংগঠনের ব্যানারে কারা টিভিতে সংবাদ সম্মেলন করত?

“সে সব জাতীয় নেতা, মন্ত্রী মহোদয়রাইতো রাজনীতির হাইব্রিড, কাউয়া তৈরির কারখানার মালিক ছিল।”

“কাকের সিদ্ধান্ত নেওয়ার মালিক হাইকমান্ড। আমরা কর্মী। আমাদের কাজ হল ইকতাদাইতু বেহাজাল ইমাম,” বলেন তিনি।

ওমর ফারুক বলেন, “ওয়ান-ইলেভেনে মাইনাস টু ফর্মুলা যারা বাস্তবায়ন করতে চেয়েছে, তারা আবার ফিরে এসেছে। দলে এমপি-মন্ত্রিপরিষদে আছে তারাই।”