পৈতৃক ভিটা দেখতে ভারতে এরশাদ

নিজের পৈতৃক ভিটা দেখতে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 06:09 PM
Updated : 23 April 2017, 06:09 PM

রোববার সকালে তিনি ঢাকা থেকে ভারতে যাত্রা করেন বলে তার দলের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এরশাদের সফরসঙ্গী হয়েছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, রাজনৈতিক ও প্রেসসচিব সুনীল শুভরায় এবং ছেলে এরিক এরশাদ।

আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

দিনহাটার পুরানো বাসস্ট্যান্ড এলাকায় এরশাদের পৈতৃক বাড়ি। ১৯৪৬ সালে দিনহাটায় ম্যাট্রিকুলেশন পাশ করে রংপুর কলেজে পড়তে আসেন তিনি। ভারত ভাগের পর এখানেই স্থায়ী হয় তার পরিবার।

দিনহাটায় এখনও এরশাদের আত্মীয়স্বজনরা রয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানান। গত ৮ এপ্রিল ভাতিজা জাকারিয়া হোসেনের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে দিনহাটা গিয়েছিলেন তিনি।