নেতারা ‘একটু বেশি উঠেছিলেন’, পড়লেন মঞ্চ ভেঙে

চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের এক সভা মঞ্চের একপাশ ভেঙে নিচে পড়েছেন কয়েকজন, যার জন্য মঞ্চে অতিরিক্ত মানুষ উঠাকে দায়ী করছেন বিএনপি নেতারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 04:56 PM
Updated : 21 April 2017, 05:38 PM

শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গনে সমাবেশ উপলক্ষে তৈরি করা মঞ্চের একপাশ ভেঙে পড়ে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে থাকলেও তার কিছু হয়নি।

ঘটনার পর আমীর খসরুসহ বিএনপি ও মহিলা দলের নেতা-নেত্রীরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চে মহিলা দলের লোকজন একটু বেশি উঠে পড়েছিলেন। তবে এতে তেমন কেউ আহত হননি।”

আরেক বিএনপি নেতা নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চে মানুষ বেশি থাকায় কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের বক্তব্যের সময় ভেঙে পড়ে।”

নগর মহিলা দলের কর্মী সভায় উপলক্ষে মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও থানা শাখার নেতাকর্মীরা বিকালে সমাবেশ প্রাঙ্গনে জড়ো হন।

অতিথি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়া কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীন, নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান মঞ্চে বসেন। তাদের সঙ্গে নগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও উঠে পড়েন মঞ্চে।  

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ বক্তব্য দেওয়ার মধ্যে বিকালে ৪টা ৩৫ মিনিটে হঠাৎ মঞ্চের একপাশ ভেঙে পড়ে। মহিলা দলের কয়েকজন নেতাকর্মীকে মঞ্চ থেকে পড়ে যেতে দেখা যায়।

এতে কয়েকজন সামান্য ব্যথা পেলেও কেউ আহত হননি বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

মঞ্চ ভেঙে পড়ার পর মহিলা দলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই কর’ শ্লোগান দিতে থাকেন। মিনিট পাঁচেক পর আবার সভার কার্যক্রম শুরু হয়। তবে আর বসে নয়, দাঁড়িয়েই বক্তব্য দেন নেতারা।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঞ্চ ভেঙে মহিলা দলের কয়েকজন মাটিতে পড়ে যান।”

নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান সমাবেশে বক্তব্য দেন।