সংঘর্ষের পর চবির দুই নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রের পরীক্ষা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 10:41 AM
Updated : 20 April 2017, 10:52 AM

এরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ সম্পাদক আব্দুল্লাহ কাইসার শাকিল।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

দুজনের মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লাহ কাইসার শাকিলকে জোর করে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার জন্য বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের একাংশ; আহত হয় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৮ জন।

এরপর বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরে চলাচলকারী শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রায় ছয় মাস আগে শৃঙ্খলাজনিত কারণে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও চবি শাখা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল কায়সার শাকিলকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।