বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা

নাশকতার মামলায় আজিজুল বারী হেলালসহ বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 09:56 AM
Updated : 18 April 2017, 12:23 PM

মঙ্গলবার ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন।

যাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন মীর সরাফত আলী সপু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরোয়ানা জারি হওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ১৭ মে দিন রাখা হয়েছে।

২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালে রাজধানীর ওয়ারি থানা এলাকায় নাশকতার অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এ মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারি থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন ২০১৬ সালের ৭ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবীব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, শিমুল বিশ্বাস ও আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় আমান উল্লাহ আমানসহ ২১ জন জামিনে আছেন।