সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সামনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 05:53 PM
Updated : 11 April 2017, 05:56 PM

বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেখানে ভারত সফরে অর্জিত সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রাতে বিএনপির সিদ্ধান্ত আসে।

মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেগম খালেদা জিয়া জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।”

এই সংবাদ সম্মেলনে আসার আগে সোমবার খালেদা তার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

নরেন্দ্র মোদীর জমানায় দ্বিপক্ষীয় প্রথম সফরে শুক্রবার ভারতে যান শেখ হাসিনা, সোমবার ফেরেন তিনি। তার সফরে চুক্তি-সমঝোতা স্মারকসহ ৩৬টি দলিল সই হয়েছে।

তিস্তা চুক্তির জট না খোলা, সীমান্তে হত্যা বন্ধ নিয়ে কোনো আলোচনা না হওয়ায় এই সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি বলে বিএনপির মন্তব্য। পাশপাশি প্রতিরক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারককে সার্বভৌমত্ব ক্ষুণ্নের সঙ্গে তুলনা করেছে দলটি।

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “এই সফরে আমি সম্পূর্ণ তৃপ্ত, ফলপ্রসূ হয়েছে। সম্মানের দিক থেকে আমরা সমান-সমান, এটা তৃপ্তির। এখানে হতাশার কিছু নেই। এই সফর সম্পূর্ণ সফল হয়েছে।”

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা চীনের সঙ্গে বিএনপি আমলে প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি তুলে ধরে আবারও বলেন, বঙ্গবন্ধুকন্যা হিসেবে তিনি দেশের স্বার্থহানি ঘটিয়ে কিছু কখনও করবেন না।