নাশকতা: খালেদার দুই মামলা স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানার নাশকতার দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 09:53 AM
Updated : 13 April 2017, 06:58 AM

মামলা দুটিতে অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেয়।

এ দুই মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আদেশের পর মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুসসালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউভিশনের দুটি পরিবহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ১০ ও ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দুটি দায়ের করা হয়। তদন্ত করে গত বছরের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দেয় পুলিশ।

ঢাকার হাকিম আদালত গতবছর ১০ অগাস্ট দুই মামলায় অভিযোগপত্র আমলে নেয়। এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার দিনও রাখা হয়েছিল।