সারাদেশে ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মিছিল-সমাবেশ

জঙ্গিবাদের বিরুদ্ধে চারদিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশের বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 02:43 PM
Updated : 28 March 2017, 02:43 PM

রাজধানীতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ সব শাখা ইউনিটে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সারাদেশে একযোগে জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে।

“আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা, উপজেলা, পৌরসভা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখাগুলোতে জঙ্গিবাদ বিরোধী মিছিল, সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।”

সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে রাজুভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

এছাড়া ক্যাম্পাসে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা করে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ।

ছাত্রলীগের অন্য কর্মর্সূচির মধ্যে রয়েছে- ২৯ মার্চ সকালে সব জেলা, উপজেলা, পৌরসভা, বিশ্ববিদ্যালয় ও কলেজে জঙ্গিবাদবিরোধী মিছিল-সমাবেশ, ১ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং ৪ এপ্রিল সারাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ।