চার দিনের জঙ্গিবাদবিরোধী কর্মসূচি ছাত্রলীগের

জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ-সমাবেশসহ চার দিনের কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 06:53 AM
Updated : 27 March 2017, 06:55 AM

মঙ্গলবার থেকে দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখাগুলোতে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সংগঠনের সব শাখায় চিঠি পাঠিয়ে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে গত শনিবার জোড়া বিস্ফোরণে এক ছাত্রলীগকর্মীসহ ছয়জন নিহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ওই চিঠিতে।

কর্মসূচি:

>> ২৮ মার্চ সকালে সারা দেশে বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

>> ২৯ মার্চ সকালে সব জেলা, উপজেলা, পৌরসভা, বিশ্ববিদ্যালয় ও কলেজে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

>> ১ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন।

>> ৪ এপ্রিল সারা দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ।