সিঙ্গাপুর গেছেন ফখরুল

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 06:23 PM
Updated : 26 March 2017, 06:23 PM

রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষজ্ঞ চিকিৎককে দেখাতে মহাসচিব স্যার সিঙ্গাপুর গেছেন। গত মাসেই তার যাওয়ার তারিখ ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় যেতে পারেননি।”

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা ফখরুল। আগামী ৩১ মার্চ দেশে ফেরার কথা রয়েছেন তার।

ফখরুলের স্ত্রী স্ত্রী রাহাত আরা এবং তার বড় মেয়ে মির্জা সামারু শনিবারই সিঙ্গাপুরে পৌঁছেছেন।

গত বছর কারাগারে বন্দি থাকাবস্থায় বিএনপি মহাসচিবের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এরপর সুপ্রিম কোর্ট অসুস্থতা বিবেচনায় করে তাকে জামিন দেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে কয়েকদফা চিকিৎসার জন্য যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পর পর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হচ্ছে।

লিভারে জটিলতা রয়েছে ফখরুলের, এবার তার চিকিৎসাও বিএনপি মহাসচিব নেবেন বলে জানান ফরহাদ।