বিএনপি নেতা সোহেল মুক্ত

পাঁচ মাস কারাবাসের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 04:11 PM
Updated : 23 March 2017, 04:11 PM

গত বছরের ৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন তিনি। মাঝে গত ৬ মার্চ মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে ফের গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

তারপর থেকে ফের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি; সবগুলো মামলায় জামিন পাওয়ার পর তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পান বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রাত সোয়া ৮টায় সোহেলকে মুক্তি দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির।

ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিবের দায়িত্বেও রয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলেরও সভাপতি ছিলেন।

 কারাগার থেকে বেরিয়ে আসার পর বিএনপির নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে সোহেলকে শুভেচ্ছা জানায়।

আইনজীবীরা জানান, সোহেলের বিরুদ্ধে এই পর্যন্ত ১৪৪টি মামলা রয়েছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৬ সালের ৯ অক্টোবর ঢাকার হাকিম আদালতে ৪০টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন সোহেল। আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়।

৬ মার্চ কারাফটক থেকে গ্রেপ্তারের পর সোহেলের আবেদনে তাকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করতে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল।