কোকোর শ্বশুরের কুলখানিতে খালেদা

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর এমএইচ হাসান রেজার কুলখানিতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 03:43 PM
Updated : 23 March 2017, 03:50 PM

বৃহস্পতিবার মাগরিবের পর বনানীর ডিওএইচএসের কমিউনিটি সেন্টারে মরহুমের এ কুলখানি হয়।

গত ১৮ মার্চ কিডনি জটিলতায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোকোর শ্বশুর প্রকৌশলী হাসান রেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৩ বছর।

শনিবার বনানী কবরাস্থানে তাকে দাফন করা হয়।

কুলখানিতে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু, কোকোর শাশুড়ি মোখলেমা রেজা, স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, খালেদা জিয়ার বড় বোন সেলিমা হোসেন, দুই ভাইয়ের স্ত্রী নাসরিন এস্কান্দার. কানিজ ফাতিমাসহ আত্বীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত হাসান রেজার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।