খালেদার সঙ্গে কানাডার হাই কমিশনারের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন কানাডার হাই কমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 12:59 PM
Updated : 28 April 2017, 01:25 PM

মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠক হয়।

বৈঠকের পর হাই কমিশনার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বাচন কমিশনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ও দলের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. আসাদুজ্জামান রিপন বৈঠকে উপস্থিত ছিলেন।